Tuesday, December 1, 2015

বাংলা ১ম পত্র (২০১৬ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি ৩)

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
কপোতাক্ষ নদ
১৮। বাংলা কাব্যে সনেট-এর প্রবর্তক কে?
ক. মোতাহের হোসেন খ. কায়কোবাদ
গ. ঈশ্বর গুপ্ত ঘ. মাইকেল মধুসূদন দত্ত
১৯। ‘লইছে যে তব নাম বঙ্গের সংগীতে।’ কবি কার নাম নিচ্ছেন?
ক. জন্মভূমির নদীর খ. জন্মভূমি বাংলার
গ. সাগরদাঁড়ি গাঁয়ের ঘ. বঙ্গোপসাগরের
২০। কবি কপোতাক্ষ নদের কাছে কী মিনতি করেছেন?
ক. তাঁকে মনে রাখতে
খ. তাঁকে ক্ষমা করতে
গ. তাঁকে আশীর্বাদ করতে
ঘ. তাঁকে ভুল না বুঝতে
২১। কপোতাক্ষ নদের কাছে কবির মিনতির মাঝে তাঁর মনের কোন পরিচয় পাওয়া যায়?
ক. হতাশা খ. গভীর অনুরাগ
গ. তীব্র অভিমান ঘ. হাহাকার
২২। কপোতাক্ষের কুলকুল ধ্বনি কবি চিত্তে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে?
ক. সংশয় খ. বিরক্তি
গ. পুলক ঘ. বেদনা
২৩। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় প্রকাশ পেয়েছে—
ক. ভাষাপ্রীতি খ. স্মৃতিকাতরতা
গ. নদীপ্রেম ঘ. স্বজাত্যবোধ
২৪। কবি ‘মাতৃদুগ্ধ’ বলে সম্বোধন করেছেন কোনটিকে?
ক. মাতৃভাষা বাংলাকে
খ. বাংলাদেশের আলো-হাওয়াকে
গ. কপোতাক্ষ নদকে
ঘ. কপোতাক্ষ নদের জলকে
২৫। ‘নিরিবিলি’ বোঝাতে কবি ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কোন শব্দটি ব্যবহার করেছেন?
ক. মন্ত্রধ্বনি খ. বিরলে
গ. ছলনে ঘ. সখা-রীতে
জীবন সঙ্গীত
১। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় আয়ুকে কিসের সঙ্গে তুলনা করেছেন?
ক. নদীর জল খ. পুকুরের জল
গ. শৈবালের জল ঘ. ফটিক জল
২। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কবে জন্মগ্রহণ করেন?
ক. ১৫ এপ্রিল, ১৮৩৪ খ. ১৭ এপ্রিল, ১৮৩৮
গ. ১৯ এপ্রিল, ১৮৪২ ঘ. ২১ এপ্রিল, ১৮৪৬
৩। ‘বীর্যবান’ অর্থ কী?
ক. সাহসী খ. বুদ্ধিমান
গ. শক্তিমান ঘ. ধৈর্যশীল
৪। কবি কাতর স্বরে কী বলতে নিষেধ করেছেন?
ক. বৃথা জন্ম এ সংসারে খ. তুমি কার
গ. কে তোমার ঘ. জীবাত্মা অনিত্য নয়
৫। ‘জীবন সঙ্গীত’ কবিতায় জীবনকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?
ক. নিশার স্বপন খ. রাত্রি জাগরণ
গ. সকল কর্ম ঘ. বেদনার ক্রন্দন
৬। ‘স্ত্রী, পুত্র, পরিবার কে কার’—এসব বলে কবি কী করতে নিষেধ করেছেন?
ক. আনন্দ খ. ক্রন্দন গ. দান ঘ. উল্ল¬াস
৭। কবি কোন দৃশ্যে মন ভোলাতে নিষেধ করেছেন?
ক. বাহ্যদৃশ্যে খ. ক্রন্দনদৃশ্যে
গ. হাস্যদৃশ্যে ঘ. মৃত্যুদৃশ্যে
৮। কোন কাজটি করলে জীবনে জয় হবে?
ক. যত্ন খ. অযত্ন গ. ভোগ ঘ. সঞ্চয়
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা: সঠিক উত্তর
কপোতাক্ষ নদ
১৮. ঘ ১৯. ক ২০. ক ২১. খ ২২. গ ২৩. খ ২৪. ঘ ২৫. খ।
জীবন সঙ্গীত
১. গ ২. খ ৩. গ ৪. ক ৫. ক ৬. খ ৭. ক ৮. ক।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

No comments:

Post a Comment