Tuesday, January 26, 2016

ইন্ডিয়াতে Free WiFi দিচ্ছে গুগল !

http://onlineallnewsbd.blogspot.com/
ট্রেন যাত্রীরা খুব শিগ্রই ফ্রী ওয়াইফাই উপভোগ করতে পারবে রেইলটেল( গুগলের সহযোগিতায় ) জয়পুর ও রাঞ্চি স্টেশনে। রেইললাইন যাত্রীদের ভাল ইন্টারনেট সংযোগ পাওয়ার জন্য। রেইলটেইল ফাইভার নেটওয়ার্কের মাধ্যমে এই সুবিধা দিয়ে থাকবে "Rail Wire" নামে।

এই সেবাটি ইন্ডিয়ার ৪০০টি স্টেশানে দেওয়া হবে। মুম্বাই এর সেন্ট্রাল স্টেশন এ এই সুবিধাটি প্রথম চালু করা হয়েছিলো যা প্রতিদিন ১হাজারের উপর যাত্রীকে সেবা দিচ্ছে।

"মুম্বাই এর পর আরো চারটি স্টেশান জয়পুর , আল্লাহবাদ , রাঞ্চি ও পাটনাতে এই হাই স্পীড WiFi সেবা চালু করা হবে " রেল মন্ত্রনালইয়ের একজন উচ্চ অফিসার বলেছেন।

এখন যাত্রীরা সহজেই হাই কোয়ালিটি ভিডিও দেখতে পারবে ট্রেন আসার আগ পর্যন্ত বা অফলাইনে ভিডিও সেভ করে রাখতে পারবে পরে দেখার জন্য অথবা কোনো বই বা গেম ডাউনলোড করতে পাড়বে যাত্রার সময় পড়াখেলার জন্য।

সুত্রঃ ইন্টারনেট ।

Monday, January 25, 2016

কিভাবে ওয়াই ফাই (Wi-Fi) পাসওয়ার্ড হ্যাক করবেন(সহজ পদ্ধতি)

কিভাবে ওয়াই ফাই (Wi-Fi) পাসওয়ার্ড হ্যাক করবেন(সহজ পদ্ধতি)
কিভাবে Wi-Fi Hack পাসওয়ার্ড হ্যাক করার উপায় তা আজ বলব আপনাদের। শুরুতেই বলে রাখি,আপনার ফোন টা rooted হইতে হবে। Farmaroot দিয়ে যেকোনো ফোন root করতে পারবেন। এখন playstore থেকে Tarminal Amuletor/Es Explorer ডাউনলোড করে   install করুন। এবার Tarminal Amuletor/Es Explorer  App এ ঢুকে su লিখে এন্টার দিন। এন্টার করার পরে Super Access চাইবে। Access দিন। নাহলে পরের ধাপ কাজ করবে না। এরপর নির্ভুলভাবে।

cat data/misc/wifi/wpa_supplicant.conf

লিখে আবার এন্টার করুন। কজাটি সফলভাবে করতে পারলে ssid এবং psk এ wifi নেটওয়ার্ক এর Id এবং Password দেখতে পাবেন।

নগ্ন নারীর দেহ যখন খাবার প্লেট !

http://onlineallnewsbd.blogspot.com/
অস্ট্রেলিয়ার সিডনিতে এক অভিজাত হোটেলে খাবার প্লেট হিসেবে নগ্ন নারীদের ব্যবহার করা হয়েছে। সিডনির ‘ক্রুজ বার’ নামে এক পার্টির আয়োজন উপলক্ষ্যে এমন অভিনব আয়োজন করা হয়। পার্টিতে সমাজের বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়।
রাত ৯ টার দিকে যথা সময়েই হাজির হন অতিথিরা। কিন্তু এই পার্টিতে এসে আজব এক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় তাদের। বিশেষ করে খাবারের টেবিলে চোখ যেতেই বিব্রতকর অবস্থায় পড়েন তারা।
প্রতিটি খাবারের টেবিলে একের পর এক শুয়ে আছেন নগ্ন নারী! খাবারের প্লেট হিসেবে তাদের ব্যবহার করা হয়েছে। আর নগ্ন নারীদের বুক ও উরুসন্ধির ওপর সাজিয়ে রাখা হয়েছে আম, কলা, আপেলসহ হরেক রকম ফল। সেখান থেকেই ফল ও খাবার তুলে খেতে হবে অতিথিদের!
তবে আনন্দের বদলে সিডনির প্যাসেঞ্জার টার্মিনালের এ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের প্রতিক্রিয়ায় ফুটে ওঠে চরম বিরক্তি, রাগ আর ঘৃণা। অতিথিরা তাদের অভিব্যক্তি প্রকাশ করেছেন তীব্র ভাষায়।
নিউ ক্যাসেল বিশ্ববিদ্যালয়ের মেলানি জেমস বলেন, ‘এমন আপ্যায়ন আশাই করা যায় না। হয়তো প্রচারের দিকে থেকে বিষয়টি সেরা। তবুও কীভাবে প্রচার করছি সেটা ভাবা প্রয়োজন।’

Friday, January 22, 2016

Moghbazar-Mouchak flyover may compound commuters sufferings, apprehends an expert

onlineallnewsbd.blogspot.com

Wednesday, January 20, 2016

New-look Bangladesh slump to defeat in third T20I against Zimbabwe

In reply, a spectacular knock from Sabbir Rahman (50 off 32 balls) failed to rescue the hosts who made five changes from the last match. They managed 156 for six.
The Tigers, who still lead the four-match series 2-1, needed to better their previous best chase of 165.
But they started poorly, losing Imrul Kayes (1), who came into the match in place of Tamim Iqbal, in the first over of the chase.
Sabbir Rahman and Soumya Sarkar (25) then steadied the ship with a gritty 67-run stand.
Sabbir kept the required run rate in sight with some delightful strokes on either side of the wicket. He reached his second T20I fifty off 31 balls, bedecking it with nine boundaries.
Bangladesh lost their way after losing their batting lynchpin Sabbir to Sikandar Raza as Mosaddek Hossain (15), Shakib Al Hasan (3) and Mahmudullah (6) walked back in the space of seven deliveries.
As the run-rate hovered around 16 run per over by then, Nurul Hasan (30 off 17) and debutant Muktar Ali (19 off 15 balls) could only delay the inevitable defeat.
Zimbabwe spinner Graeme Cremer (3/18) bagged the wickets of Soumya, Shakib and Mahmudullah while Raza chipped in with two wickets.
Earlier, Mashrafe Bin Mortaza handed the new ball to debutants Abu Haider Rony and Mohammad Shahid after being sent to field first.
But the duo's inexperience cost Bangladesh as Hamilton Masakadza (20) and Vusi Sibanda (44) hammered them for nine boundaries and a six in the first four overs.
Although Shahid took out Hamilton in the last ball of the fourth over, Sibanda looked unfazed, cropping up regular boundaries before a short rain-break in the seventh over.
Shakib (3/32) took out Sibanda as his 400th international wicket. That brought Waller in the middle and he immediately took charge.
He led an onslaught with two boundaries and four huge sixes before falling to Shakib. Rony then took two wickets in the final over.
Brief scores:

Zimbabwe: 187/6 in 20 overs (Masakadza 20, Sibanda 44, Mutumbami 20, Williams 32, Waller 49, Raza 7, Moore 10*, Cremer 0; Shakib 3/32, Haider 2/40, Shahid 1/32)

Bangladesh: 156/6 in 20 overs )Kayes 1, Soumya 25, Sabbir 50, Mosaddek 15, Shakib 3, Mahmudullah 6, Muktar 19*, Nurul 30*; Cremer 3/18, Raza 2/7, Chisoro 1/15)
Man of the Match: Malcolm Waller

Saturday, January 16, 2016

মেয়েদের মোটর সাইকেলে দু’পা ফাঁক করে বসা নিষেধ !

মেয়েরা দুই পা ফাঁক করে বা আরো সহজ করে বললে দুই পাশে পা দিয়ে মোটর সাইকেলে চড়তে পারবেন না৷ তাদেরকে বসতে হবে এক পাশে পা দিয়ে, যা কিনা বিপজ্জনক৷ কিন্তু তারপরও কেন এই নিষেধাজ্ঞা? বলা হচ্ছে শরিয়া আইনের কথা৷
ইন্দোনেশিয়ার উত্তরপশ্চিমাঞ্চলের প্রদেশ আচে৷
http://onlineallnewsbd.blogspot.com/


গত সপ্তাহে সেই প্রদেশে এক নতুন নিয়ম চালু হয়েছে৷ তাহচ্ছে মেয়েরা মোটর সাইকেলে দু’পা ফাঁক করে বসতে পারবেন না৷ তাদেরকে বসতে হবে একদিকে পা দিয়ে৷ এই নিয়ম চালুর তীব্র প্রতিবাদ জানিয়েছে অধিকার বিষয়ক সংগঠনগুলো৷ কিন্তু প্রশাসন তাতে কান দিচ্ছে না৷
আচে প্রদেশের লুকসুমাও নগরের প্রশাসনিক কর্মকর্তা দসনি ইউসার এই বিষয়ে বলেন, ‘‘আমরা এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছি৷ এখানে এটার বিরুদ্ধে কোন প্রতিবাদ নেই৷ আচেতে কোন সমালোচনা শোনা যাচ্ছে না৷”

মোটর সাইকেলে বিধিসম্মতভাবে কিভাবে বসতে হবে, তা সাধারণ মানুষকে জানাতে ইতিমধ্যে উদ্যোগও গ্রহণ করেছেন ইউসার৷ তিনি জানান, লুকসুমাও’য়ে পঞ্চাশটি ব্যানার টাঙানো হয়েছে৷ এছাড়া বিভিন্ন সরকারি অফিসে এবং গ্রামে এই আইনের বিষয়ে লিফলেট বিলানো হয়েছে৷

শহরের মেয়র সুয়াইদি ইয়াহিয়া, যিনি এই আইনের প্রস্তাব করেছিলেন, সাত জানুয়ারি জনসমক্ষে দেয়া এক ভাষণে বলেছেন, ‘‘নারীদের প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি থেকে এই আইন চালু করা হয়নি৷ বরং আচেতে শরিয়া আইন বাস্তবায়নের লক্ষ্যে এটা করা হয়েছে৷”

মেয়েদের এক পাশে পা দিয়ে বসার পক্ষে আরেকটি যুক্তি দেখেয়েছেন ইয়াহিয়া৷ তার কথা হচ্ছে, মেয়েরা দুই পা ফাঁক করে পেছনে বসলে নাকি মোটর সাইকেলের পুরুষ চালকরা উত্তেজিত হয়৷ তবে মেয়েরা যখন নিজেরা মোটর সাইকেল চালাবেন তখন তারা দু’পা ফাঁক করে সেটিতে বসতে পারবেন৷ তবে এক্ষেত্রে সম্পূর্ণ ইসলামি পোশাক পরতে হবে তাদেরকে, একথাও বলেছেন ইয়াহিয়া৷

উল্লেখ্য, মালয়েশিয়াতে শরিয়া আইন চালু থাকলেও সেখানে মেয়েদের পা ফাঁক করে মোটর সাইকেলে বসার ক্ষেত্রে কোন বাধা নেই৷ বরং মেয়েরা একদিকে পা দিয়ে বসাটা সেখানে নিষিদ্ধ৷ একপাশে পা দিয়ে বসায় অনেককে গ্রেপ্তারও করা হয়েছে সেখানে৷ কেননা, এভাবে বসলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে৷

টাইগার যুবাদের কাছে ‘হোয়াইটওয়াশ’ ক্যারিবীয়রা

স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজ
ছবি : http://onlineallnewsbd.blogspot.com/ (ফাইল ফটো)
 ঢাকা: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে ১৬ রানের জয় নিয়ে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে ‘হোয়াইটওয়াশের’ লজ্জা দিল মেহেদি হাসান মিরাজের দল। টাইগার যুবারা সিরিজ জিতলো ৩-০ ব্যবধানে।

ব্যাটিংয়ে দারুণ পারফর্ম করে শতক তুলে নেন টাইগার ওপেনার সাইফ হাসান। আর বোলিংয়ে একাই ৫ ক্যারিবীয় ব্যাটসম্যানকে ফিরিয়ে টাইগার যুবাদের সিরিজ জিততে ভূমিকা রাখেন সঞ্জিত সাহা।

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জেতা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাঠে নেমে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। টাইগার যুবারা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করে। জবাবে ৪৯.৫ ওভারে ২১৯ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয় যুবারা।

বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া যুব বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ক্যারিবীয় যুবাদের সঙ্গে সিরিজ খেলতে নামে মেহেদি হাসান মিরাজের দল। প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে হেসে-খেলে বিশাল ব্যবধানে সফরকারীদের হারিয়ে সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা। ফলে, তৃতীয় ম্যাচে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করার লক্ষ্যেই মাঠে নামে টাইগাররা।

আগে ব্যাটিংয়ে নেমে ওপেনার জয়রাজ শেখ ব্যক্তিগত ৯ রান করে বিদায় নেন। তবে, আরেক ওপেনার সাইফ হাসান ১০৭ রানের অপরাজিত এবং দুর্দান্ত একটি ইনিংস খেলেন। শতক হাঁকানো তার ইনিংসটি সাজানো ১৪৭ বলে। ১১টি বাউন্ডারির সঙ্গে তার ইনিংসে ছিল তিনটি ছক্কা।
তিন নম্বরে নামা জাকির হাসান এক রান করে বিদায় নেন। আর চার নম্বরে ব্যাটিংয়ে নেমে উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলি ২৪ রান করেন। তৃতীয় ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন দলপতি মেহেদি হাসান মিরাজ। ৬ বল মোকাবেলা করে রান তোলার আগেই ফেরেন তিনি।

মিডল অর্ডারে ব্যাটিংয়ে নেমে শফিউল হায়াত রান আউট হওয়ার আগে খেলেন ৬১ রানের অসাধারণ একটি ইনিংস। ৬৯ বলে সাজানো তার ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি। এছাড়া সাঈদ সরকার ৮, আরিফুল ইসলাম ৩ রান করেন। ৪ রান করে অপরাজিত ছিলেন মেহেদি হাসান রানা।

ক্যারিবীয়দের হয়ে দুটি করে উইকেট নেন ওডিয়ান স্মিথ, ক্রিস্টান এবং গিডরন পোপে।

২৩৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের যুবারা। ওপেনিং জুটিতেই ৮২ রান তুলে ফেলে ক্যারিবীয় দুই ওপেনার। তেভিন ইমলাচ ৩৮ ও গিডরন পোপে ৫৭ রান করে বিদায় নেন।

তিন নম্বরে ব্যাটিংয়ে নামা দলপতি সিমরন হেতমেয়ার ৫ রান করে সঞ্জিত সাহার বলে বোল্ড হন। তবে, চার নম্বরে ব্যাটিংয়ে নামা অভিষিক্ত কেসি কার্টি খেলেন ৪২ রানের ইনিংস। তার ৭৯ বলে সাজানো ইনিংস সঞ্জিত সাহার বলে বোল্ড হওয়ার মধ্যদিয়ে থেমে যায়। শহীদ ক্রুকস ৯ রান করে বিদায় নেন। তবে, ২৪ বলে ২৩ রান করে সফরকারীদের জয়ের দৌঁড়ে রাখেন গোলিই। তাকেও ফিরিয়ে দেন ডানহাতি অফব্রেক বোলার সঞ্জিত সাহা।

এরপর এক রান করা সামার স্প্রিংগারকেও বোল্ড করে সাজঘরে পাঠান সঞ্জিত। তার অফব্রেকে দিশেহারা হয়ে জোসেফ এক রান করে বিদায় নেন। তাকেও বোল্ড করেন এই টাইগার যুবা। শেষ অবধি এক বল বাকি থাকতে ২১৯ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫টি উইকেট নেন সঞ্জিত। ১০ ওভার হাত ঘুরিয়ে তিনটি মেডেনসহ মাত্র ২১ রান খরচায় তিনি ৫টি উইকেট দখল করেন। এছাড়া একটি করে উইকেট নেন আবদুল হালিম, সাঈদ সরকার এবং আরিফুল ইসলাম। একটি উইকেট পান টাইগারদের দলপতি মেহেদি হাসান মিরাজ।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ১৬ জানুয়ারি ২০১৬
এমআর
 

Wednesday, January 6, 2016

‘কতিপয় আমলা চক্রান্তে লিপ্ত’


কতিপয় আমলা প্রতারণার মাধ্যমে শিক্ষকদের ন্যায্য দাবি-দাওয়ার বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত রয়েছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে অর্থ মন্ত্রণালয় বেতনস্কেল নিয়ে যেসব কথা বলেছে সেগুলো ধারাবাহিক ষড়যন্ত্রেরই অংশ বলে মনে করে ফেডারেশন।
গত ৪ জানুয়ারি বেতন স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যার পাল্টা জবাব হিসেবে ফেডারেশন আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের বক্তব্য তুলে ধরে।
দেশের সব সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিগুলোর মোর্চা এই ফেডারেশন।
শিক্ষকেরা নিজের কাজের পাশাপাশি বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পান- অর্থ মন্ত্রণালয়ের এই ব্যাখ্যার জবাবে ফেডারেশনের বক্তব্য: সরকারি কর্মকর্তারাও যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে কাজ করেন এমন তথ্য-প্রমাণ রয়েছে। তা ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে কাজ করেন এমন শিক্ষকের সংখ্যা মোট শিক্ষকের ২ থেকে ৩ শতাংশের বেশি হবে না।
নয়টা থেকে পাঁচটা অফিস সময়ের বিষয়ে ফেডারেশনের ভাষ্য, নির্ধারিত সময়ের মধ্যে সাচিবিক দায়িত্ব পালন শিক্ষকের কাজ নয়। একজন শিক্ষকের কাজ তাঁর শ্রেণিকক্ষে, গবেষণাগারে এমনকি তাঁর নিজ গৃহে।
বিভিন্ন দেশের শিক্ষকদের অবসরের বয়স ৬৫ থাকার কথা উল্লেখ করে ফেডারেশন জানায়, জাতীয় প্রয়োজনে অন্য কোনো পেশার অবসরের বয়স ৬৫ হলে কারও আপত্তি থাকার কথা নয়। আর সচরাচর কোনো শিক্ষক অধ্যাপক হিসেবে ন্যূনতম ১৫ থেকে ২০ বছর চাকরিসহ মোট চাকরিকাল ২৭ বছরের ঊর্ধ্বে হলে গ্রেড-১ অধ্যাপক হতে পারেন। পিএইচডি ডিগ্রি না থাকলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে গ্রেড-১ অর্জন করা অসম্ভব। জ্যেষ্ঠ সচিব পদ থেকে অবসরে গিয়ে আবার চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন এমন অনেকের পিএইচডি ডিগ্রিধারী সহপাঠীরা চলতি বছর গ্রেড-১ পেয়েছেন এবং কেউ কেউ এখনো পাননি।
অর্থ মন্ত্রণালয় বলেছে, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ১২ বছরের মধ্যে তৃতীয় গ্রেডভুক্ত অধ্যাপক পদে পদোন্নতি পান। এর জবাবে ফেডারেশন বলছে, বস্তুত বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোনো পদোন্নতি নেই। যোগ্যতার মাপকাঠিতে এখানে প্রতিটি পদে নতুন নিয়োগ হয়।
অর্থ মন্ত্রণালয় গ্রেড-১ ভুক্ত অধ্যাপকের সংখ্যা ৮২০ উল্লেখ করলেও ফেডারেশন বলেছে, এই সংখ্যা ৬০৮।
ফেডারেশনের প্রশ্ন: ক্যাডার বহির্ভূতরা কি সচিব পদে পদোন্নতি পান?
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষকদের ব্যাপারে অর্থমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতিগুলো অবিলম্বে বাস্তবায়নের প্রত্যাশা করে ফেডারেশন।
এদিকে পৃথক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ও প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছে।

Big earthquake coming, warn Indian experts

Big earthquake coming, warn Indian experts

Indian Union home ministry's disaster management experts have warned of a bigger catastrophe, earthquakes with a magnitude of 8.2 or greater on the Richter scale which may hit the already ruptured Himalayan region, reports The Times of India.
They say quakes with higher intensity than the one that struck Manipur on Monday are likely to rock the region in future. The tectonic shift a series of these recent earthquakes have caused in the region -- Manipur 6.7 (Jan 2016), Nepal 7.3 (May 2015) and Sikkim 6.9 (2011) -- have re-ruptured the plates that had already developed cracks during previous temblors. This has led to conditions which might trigger multiple earthquakes which may go up to 8.0 in magnitude.

Saturday, January 2, 2016

৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি

         ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি


আগামী ৫ জানুয়ারি মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আজ শনিবার সকালে দলের এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন। ওইদিন সারাদেশের সব জেলা কার্যালয়ে আলোচনা সভা করার কথাও ঘোষণা করেন তিনি। ইতোমধ্যে সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বরাবরে আবেদন করেছে বিএনপি।
২০১৪ সালের ৫ জানুয়ারি প্রহসণের নির্বাচনের দিবসটিকে ‘গণতন্ত্র হত্যা’ দিন হিসেবে এই জনসভার ঘোষণা দিলো বিএনপি।
গত বছর ৫ জানুয়ারিতে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভার ডাক দিয়ে সরকারের অনুমতি না পেলে গুলশান কার্যালয়ে টানা তিন মাস অবস্থান করে খালেদা জিয়া সারাদেশে লাগাতার অবরোধ ও হরতালের ডাক দিয়েছিলেন।
মির্জা ফখরুল বলেন, ২০১৪ সালের প্রহসণের নির্বাচনের দিনকে আমরা গণতন্ত্র হত্যা দিবস হিসেবে চিহ্নিত করেছিলাম। এই দিবসটিকে স্মরণ করতে এবং গণতন্ত্র ফিরিয়ে পাওয়ার আন্দোলনের অংশ হিসেবে আমরা আগামী ৫ জানুয়ারি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একটি শান্তিপূর্ণ জনসভা করার সিদ্ধান্ত নিয়েছি। একইদিন জেলা কার্যালয়ে হবে আলোচনা সভা।
সোহরাওয়ার্দী উদ্যানের জনসভার ব্যাপারে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি। আমরা আশা করছি, সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহার করার জন্য অনুমতি দেবেন। আমরা প্রত্যাশা করব, সরকার ও যথাযথ কর্তৃপক্ষ সোহওয়ার্দী উদ্যানের জনসভাটিকে সফল করে বাংলাদেশের গণতন্ত্র নিয়মাতান্ত্রিকভাবে চলতে দেয়ার জন্য অবদান রাখবেন।
এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি চাইতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে যায় বিএনপির একটি প্রতিনিধি দল। আজ বিকেল সাড়ে ৪টার পর চার সদস্যের ওই প্রতিনিধি দল ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার সাথে সাক্ষাৎ করতে তার কার্যালয়ে পৌঁছায়।
প্রতিনিধি দলে ছিলেন বিএনপির ধর্ম বিষয়ক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, প্রকাশনা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার হারুনুর রশীদ, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি ও আসাদুল করিম শাহীন।
জানা গেছে, ৫ জানুয়ারি সমাবেশের ব্যাপারে ডিএমপি এখনো অনুমতি দেয়নি। তবে বিএনপি প্রত্যাশা করছে পুলিশ তাদেরকে অনুমতি দেবে।
আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে অভিষেক হচ্ছে সিলেট স্টেডিয়ামের

   জিম্বাবুয়ে সিরিজ দিয়ে অভিষেক হচ্ছে সিলেট স্টেডিয়ামের




অবশেষে শেষ হতে যাচ্ছে সিলেটবাসীর অপেক্ষার প্রহর। নিজেদের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য সিলেটবাসীর দীর্ঘদিনের অপেক্ষা আর মাত্র কয়েকটি দিন। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ দিয়েই আন্তর্জাতিক ভেন্যু হিসেবে উদ্বোধন হতে যাচ্ছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের।
অনুর্ধ্ব-১৯ টি টোয়েন্টি বিশ্বকাপের কারণে ঢাকা ও চট্টগ্রামে মাঠ ফাঁকা না থাকায় জানুয়ারির মাঝামাঝি সময়ে জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজটি সিলেটে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এর আগে ২০১৪ তে টি টোয়েন্টি বিশ্বকাপের কয়েকটি প্রস্তুতি ম্যাচ, এবং প্রমীলা ক্রিকেট খেলা হয়েছিল সিলেটে। এরপর মাঠের সংস্কার কার্যক্রম ও অন্যান্য কারণে খেলা সাময়িক ভাবে আয়োজিত না হওয়ায় কোন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ উপভোগের সুযোগ পাননি সিলেটের দর্শকেরা।
তবে এবার আবারো সেই টি-২০ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে যাচ্ছে সিলেটে। জিম্বাবুয়ে বাংলাদেশ সফরে আসবে আগামী ১০ জানুয়ারী। তবে সফরে দুই দল ঠিক কয়টি টি-টোয়েন্টি খেলবে সে ব্যাপারে এখনও চুড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি। তবে সবকয়টি ম্যাচই যে সিলেটেই হবে এটি অনেকটাই নিশ্চিত করেছে বিসিবি।
উল্লেখ্য, জিম্বাবুয়ে সিরিজের পর অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের কয়েকটি ম্যাচও আয়োজিত হবে সিলেটে।

মামা লাগবো? কলেজ না স্কুলের? ভেতরে আসেন……ভিডিও


মামা লাগবো? কলেজ না স্কুলের? ভেতরে আসেন……ভিডিও

Online News : মামা লাগবো। কলেজ না স্কুলের টাও আছে। এক কথায় কচি মাল আছে। আবার কেউ বা বলছেন, মামা কচি মাল আছে, ভেতরে আসেন। নতুবা পরে যোগাযোগ করেন এই নেন-ভিজিটিং কার্ড। আমরা কচি মাল লাগলে বাসায় পাঠিয়ে দেবে। তবে চার্জ একটু বেশি।-এভাবেই চলছে রাজধানীর আবাসিক হোটেলগুলো সামনে থাকা দালালদের ভয়ান।
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন
মদ নারী তাশ এই তিনেই সর্বনাশ। আর এই সর্বনাশা খেলার রমরমা মেলা এখন রাজধানী ঢাকার বেশ কিছু আবাসিক হোটেল। সেখানে সাজানো হচ্ছে নারী দেহের পসরা। প্রশাসনের চোখের সামনেই চলছে এমন রমরমা ব্যাবসা। রাজধানী ঢাকার কাওরানবাজার, বনানী, মহাখালী, ফকিরেরপুল, মগবাজার, গুলশান, পুরান ঢাকার অসংখ্য আবাসিক হোটেলগুলো পরিণত হয়েছে এইসব কর্মকান্ডের আখরা্য়। রাজধানীর টপটেররদের চাদাবাজি, মাদক, নারী ব্যাবসা নিয়ন্ত্রিত হয় এই সব হোটেল থেকেই।
গ্রামের সহজ সরল অপ্রাপ্ত বয়ষ্ক মেয়েদের দেহ ব্যাবসায় বাধ্য করানোর অভিযোগও মিলছে হরহামেশাই। টিভি ক্যামেরার সামনে মুখ খুলতে চান না এই সব হোটেলে কর্মরত কর্মকর্তারা অথবা মালিক পক্ষ। আর এই দেহ ব্যাবসায় জড়িয়ে পড়া অসহায় নারীরা জানালেন তাদের জীবণের করুণ কাহিনী।
এদের অনেকেই জানান অভাবের তাড়নায় তারা এসেছেন এই পেশায়। আবার অনেকে নিজের অজান্তেই জড়িয়ে পড়ছেন এইসব অসামাজিক কাজে। এদের অনেকেই বলেন, হোটেল মালিক তাদের এমনভাবে ব্যবহার করেছেন যে চাইলেও তারা এখন আর এই পেশা ছাড়তে পারবেন না। রাজধানীতে প্রায় প্রতিটি থানা এলাকায় ২৫/৩০টির মতো আবাসিক হোটেল আছে। প্রশাসনের চোখের সামনেই চলছে এমন রমরমা ব্যাবসা। এসব হোটেল থেকে প্রতিমাসে থানা পুলিশ পাচ্ছে মোটা অঙ্কের টাকা। এছাড়াও স্থানীয় ক্ষমতাসীনরাও এসব হোটেল থেকে সাপ্তাহিক, মাসিক চাঁদা নেয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আবাসিক হোটেল মালিকরা মোটা অঙ্কের অর্থ ব্যয় করে থাকেন। টাকা দিয়েই প্রশাসনকে ম্যানেজ করেই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন আবাসিক হোটেল মালিকরা।
স্থানীয়দের অভিযোগ প্রশাসনের নাকের ডগা্য় এইসব চললেও প্রশাসন নির্বিকার। মাঝে মধ্যে লোক দেখানো দু’একটি অভিযান চালানো হলেও তা আই ওয়াশ ছাড়া আর কিছুই নয়।
যৌনকর্মীরা জানায়, আবাসিক হোটেলের ম্যানেজার ও বয়-বেয়ারা নির্দিষ্ট কমিশনের ভিত্তিতে খদ্দের যোগাড় করে দেয় তাদের। অনেক পেশাদার যৌনকর্মী অবশ্য নিজেরাই কার্ড বিলি করে। এসব কার্ডে সাধারণত মধ্যস্থতাকারীর মোবাইল নম্বর থাকে। পার্ক, ওভারব্রিজ এলাকায় তাদের তৎপরতা বেশি।
আরেক কৌশল-হারবাল চিকিৎসার নামে ভিজিটিং কার্ড বিতরণ। ফার্মগেট, শাহবাগ, কাকরাইল, মালিবাগ, মতিঝিল, সায়েদাবাদ, গাবতলী এলাকায় এ তৎপরতা বেশি। দেখা যায়, রাজধানীর আবাসিক হোটেলের সামনে প্রতিদিন অবস্থান করে দালাল চক্র। টার্গেট করা পথচারীকে তারা ডাকে মামা বলে। কাছে এলেই ধরিয়ে দেয় ভিজিটিং কার্ড।

বলাবাহুল্য, এমতাবস্থায় পতিতাবৃত্তি বন্ধকল্পে তাদের পুনর্বাসনের বিকল্প নেই। এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া না হলে বড় ধরনের সামাজিক অবক্ষয়ের মুখে পড়তে হতে পারে।