Saturday, January 2, 2016

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে অভিষেক হচ্ছে সিলেট স্টেডিয়ামের

   জিম্বাবুয়ে সিরিজ দিয়ে অভিষেক হচ্ছে সিলেট স্টেডিয়ামের




অবশেষে শেষ হতে যাচ্ছে সিলেটবাসীর অপেক্ষার প্রহর। নিজেদের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য সিলেটবাসীর দীর্ঘদিনের অপেক্ষা আর মাত্র কয়েকটি দিন। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ দিয়েই আন্তর্জাতিক ভেন্যু হিসেবে উদ্বোধন হতে যাচ্ছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের।
অনুর্ধ্ব-১৯ টি টোয়েন্টি বিশ্বকাপের কারণে ঢাকা ও চট্টগ্রামে মাঠ ফাঁকা না থাকায় জানুয়ারির মাঝামাঝি সময়ে জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজটি সিলেটে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এর আগে ২০১৪ তে টি টোয়েন্টি বিশ্বকাপের কয়েকটি প্রস্তুতি ম্যাচ, এবং প্রমীলা ক্রিকেট খেলা হয়েছিল সিলেটে। এরপর মাঠের সংস্কার কার্যক্রম ও অন্যান্য কারণে খেলা সাময়িক ভাবে আয়োজিত না হওয়ায় কোন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ উপভোগের সুযোগ পাননি সিলেটের দর্শকেরা।
তবে এবার আবারো সেই টি-২০ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে যাচ্ছে সিলেটে। জিম্বাবুয়ে বাংলাদেশ সফরে আসবে আগামী ১০ জানুয়ারী। তবে সফরে দুই দল ঠিক কয়টি টি-টোয়েন্টি খেলবে সে ব্যাপারে এখনও চুড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি। তবে সবকয়টি ম্যাচই যে সিলেটেই হবে এটি অনেকটাই নিশ্চিত করেছে বিসিবি।
উল্লেখ্য, জিম্বাবুয়ে সিরিজের পর অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের কয়েকটি ম্যাচও আয়োজিত হবে সিলেটে।

No comments:

Post a Comment