Tuesday, January 26, 2016

ইন্ডিয়াতে Free WiFi দিচ্ছে গুগল !

http://onlineallnewsbd.blogspot.com/
ট্রেন যাত্রীরা খুব শিগ্রই ফ্রী ওয়াইফাই উপভোগ করতে পারবে রেইলটেল( গুগলের সহযোগিতায় ) জয়পুর ও রাঞ্চি স্টেশনে। রেইললাইন যাত্রীদের ভাল ইন্টারনেট সংযোগ পাওয়ার জন্য। রেইলটেইল ফাইভার নেটওয়ার্কের মাধ্যমে এই সুবিধা দিয়ে থাকবে "Rail Wire" নামে।

এই সেবাটি ইন্ডিয়ার ৪০০টি স্টেশানে দেওয়া হবে। মুম্বাই এর সেন্ট্রাল স্টেশন এ এই সুবিধাটি প্রথম চালু করা হয়েছিলো যা প্রতিদিন ১হাজারের উপর যাত্রীকে সেবা দিচ্ছে।

"মুম্বাই এর পর আরো চারটি স্টেশান জয়পুর , আল্লাহবাদ , রাঞ্চি ও পাটনাতে এই হাই স্পীড WiFi সেবা চালু করা হবে " রেল মন্ত্রনালইয়ের একজন উচ্চ অফিসার বলেছেন।

এখন যাত্রীরা সহজেই হাই কোয়ালিটি ভিডিও দেখতে পারবে ট্রেন আসার আগ পর্যন্ত বা অফলাইনে ভিডিও সেভ করে রাখতে পারবে পরে দেখার জন্য অথবা কোনো বই বা গেম ডাউনলোড করতে পাড়বে যাত্রার সময় পড়াখেলার জন্য।

সুত্রঃ ইন্টারনেট ।

No comments:

Post a Comment